হিজলায় ঐতিহাসিক কীর্তি হিসেবে রয়েছে আমাদের পহ্চরত্ন। যা বাঙলা ১৩০৬ সালে জমিদার বড়দাকান্ত মিত্র নিজস্ব অর্থায়নে নির্মান করেন। হিজলা উপজেলা গুয়াবাড়িয়া ইউনিয়নের পুর্ব কোড়ালিয়া গ্রামে স্থাপিত এই কীর্তিটি বাবুর বাড়ির মঠ নামে পরিচিতি লাভ করে। প্রায় তিন একর জমির মধ্যে নির্মিত বিশাল আকৃতির উচু গম্বুজ পাঁচটি মিনারের মাথায় বসানো হয়ে তামা কাসা কিংবা মুল্যবান ধাতবের তৈরি কলস, এছাড়া শিল্পির কারুকর্যে তৈরি হয় ইট আর চুনা দিয়ে।রড সিমেন্ট ব্যতীত তৈরী এ ভবনটি শতাব্দী অতিক্রম করে আজ ইতহাস আর ঐতিহ্যের সাক্ষি হিসেবে দাড়িয়ে আছে। নিচতলায় রয়েছে বিশাল আকৃতির ০২টি কক্ষ , প্রথম তলায় রয়েছে ০২টি কক্ষ নিচ তলা থেকে প্রথম তলায় রয়েছে ২২টি সিড়ি। কথিত আছে জমিদার বড়দাকান্ত মিত্র জীবিত থাকা অবস্থায় পঞ্চরত্নটিতে উদযাপিত হত দুর্গা, কালী পুজা সহ হিন্দু ধর্মীয় বিভিন্ন উৎসব। এ সকল ধর্মীয় উৎসবে সমাগত ধর্মীয় দর্শনার্থীদের মাঝে বিতরন করা হতো চিড়া, মুড়ি , খই নাড়ু বাতাসা মিষ্টি ইত্যাদি খাবার ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS